بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday 2 October 2022

ওরে নিশিগন্ধা এই মধু মন্দা লিরিক | Ore nishi gandha ei modhu mondha lyrics

ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা 

সুরভি কোথায় পেলি বল 

ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুঁকি

কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । ২

ওরে শিউলি-বেলি, মধু পাঁপড়ি মেলি 

ওরে জুঁই-চামেলি, বল কোথায় পেলি। 

কোথা পেলি এই ঘ্রান টল-ম-ল,

ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুঁকি

কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 


ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা

সুরভি কোথায় পেলি বল 

ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুঁকি

কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 

 

ওরে শাপলা সাদা, ওরে হাসির ধাঁধা । ২

কেন এত হেঁসে যাস তুই

হাঁসি ভড়া মুখ তুই কোথা পেলি বল ।

 

ওই জাদুর চোখে, ফোঁটে তারার মেলা ,

 মিটি মিটি মিটি, মিটি মায়ার খেলা । ২

 নীল আকাশে ভরে কেন বল

ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুঁকি

কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । 

 

ওরে নিশিগন্ধা, এই মধু মন্দা

সুরভি কোথায় পেলি বল 

ওরে সূর্যমূখী, কেন রইলি ঝুঁকি

কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । ২

কোন সে ব্যাথায় আঁখি ছলো ছল । ৩


 

Download

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।