بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 10 July 2021

বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী লিরিক | Bidrohi biplobi moulo badi keno jongi badi lyrics

সত্যের পক্ষে গান গাই

বলে আমি বিদ্রোহী,

সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী।

কোরআনের কথা বলি তাই

বলে আমাকে মৌলবাদী,

জিহাদের কথা বলি তাই

বলে আমাকে জঙ্গিবাদী।

আমি বিদ্রোহী

বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ?

 

জন্মের পরে কানে আজান কি দেয়নি?

তুমি মৌলবাদী ছাড়া হওনি।

মরণের পরে জানাযা পড়াবে,

তখন কোথায় পালিয়ে যাবি?

বিদ্রোহী

বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ?

 

কোরআন হাদিস কেন মাননা?

শরীয়তের ধার ধারনা।

তবে দ্বীন-ইসলামের কথা যদি বলি,

তখন হয় আমি অপরাধী।

বিদ্রোহী

বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী ?

 

হারাম হালাল কেন চিননা?

সত্যের পথে কেন চলনা?

তবে দাঁড়ি-টুপি দেখলে ওদের,

মাথায় আগুন ধরে বুঝি

বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী

 

জানি শান্তির ধর্ম ইসলাম,

যুগে যুগে মোরা শুনলাম,

তবে ন্যায় বিচারের কথা যদি বলি,

তখন আমি প্রতিবাদী।

বেহায়া নারীর এই কেমন কথা?

ইসলাম মানে ওদের মাথা ব্যাথা।

তবে পর্দার কথা যদি বলি,

তখন বলে ফতোয়াবাজি।

বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী

 

রাজপথে করলে আন্দোলন,

চালায় আমাদের নিপীড়ন।

তবে কোরআনি শাসনের কথা যদি বলি,

তখন বলে উগ্রবাদী।

আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন

জঙ্গিবাদী

 

কি মনে করে হনুমান,

দাঁড়ি-টুপি দেখলেই তালেবান।

তবে সিংহের চেয়ে বেশি ভয় পা,

মাথায় পাগড়ি দেখে যদি।

আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।