بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 10 May 2021

যে দিকে যায় মোর দৃষ্টি লিরিক | Jedike jay mor dristi lyrics

যে দিকে যায় মোর দৃষ্টি, দেখি তবে অরুপ সৃষ্টি

দেখি যত বিমোহিত হয় মন,

অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন।

আছো তুমি কোথা, বল না মোরে

যাব আমি সেথা, হোক যত দূরে

বলব কথা আমি তোমার সাথে।

 

একা একা কেন থাক আড়ালে তে । ২

বলব কথা আমি তোমার সাথে।

চাঁদ মামা তুমিও কি আমার মতন,

প্রভুর সাথে চাও কথন,

নাকি তুমি নিরিবিলি জোস্না রাতে । ২

প্রান খুলে কথা বল প্রভুর সাথে,

তাই বুঝি হাস তুমি মিষ্টি হাসি।

 

আমিও যে তারে বড় ভালবাসি

তবে কেন রবি আমি দূরে দূরে  । ২

চাঁদ মামা যদি পার বলে দিও

তারে

বলে দিও তারে।

ভোরের আজান আমি শুনি আমি যখন

থাকতে পারি না আর ঘুমিয়ে তখন

মনে হয় ডাকছো তুমি মোরে

আয় খোকা ছুটে আয় আমার ঘরে।

ওযু করে মসজিদে যাই গো ছুটে

তেমার ডাকে সারা দিতে,

নামাজ শেষে আমি তুলি দুই হাত । ২

তোমার কাছে করি ফরিয়াদ

তোমাকে চেনা প্রভু তেমাকে জানার

তৌফিক দাও, তৌফিক দাও।

 

সরল পথে প্রভু সঠিক পথে 

আমাকে চালাও আমাকে দেখাও

ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার 

রহিম রহমান ওগো সরোয়ার । ৩

 

✍কথা সুরঃ- আমিনুল ইসলাম মামুন



Download

1 comment:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।