বৃষ্টি ঝরিয়ে ধুয়ে দাও গো ।
ঘোর আধারের শিশা ।
ঘুচাও অমানিশা প্রভু, দাও মুস্তাকিমের দিশা ।
চাইনা আমি এই দুনিয়ার কোন জশ খ্যাতি
পরকালে চাইযে তোমার একটু শুধু প্রিতি । ২
জান্নাত দ্বিদার দিয়ে দিও । ২
দিয়ো ভালোবাসা ।
ঘুচাও অমানিশা প্রভু, দাও মুস্তাকিমের দিশা ।
দিয়ো নাকো তাদের পথ
যারা বিপথ গামী
নবীর পথের পথিক বানাও
হে বিচার দিনের স্বামী । ২
সরল পথের পথিক হবো
এইতো শুধু আশা ।
ঘুচাও অমানিশা প্রভু দাও মুস্তাকিমের দিশা ।
বৃষ্টি ঝরিয়ে ধুয়ে দাও গো ।
ঘোর আধারের শিশা । ৩
✍ আমরান হোসাইন
Download
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।