আমার হিরামন পাখি
তোরে কোথায় রাখি পাখিরে
সবই মিছে আর ফাঁকি। ২
এক পলকের নাই ভরসা
মিছে সকল আশা
কখন জানি দারুন ঝড়ে
ভাঙবে স্বাদের বাসা পাখিরে
সবই মিছে আর ফাঁকি। ২
আমার প্রানের প্রান পাখি
আমার হিরামন পাখি। ২
কোন বনেরই পাখি তুমি
যাইবা রে কোন বনে
সে কথা কি গেছ ভুলে।
পরে না কি মনে পাখিরে
সবই মিছে আর ফাঁকি। ২
আমার প্রানের প্রান পাখি
আমার হিরামন পাখি । ২
মিছা মায়ায় বন্দি হইয়া
কর কত খেলা
পশ্চিমে তাকাইয়া দেখো।
ডুইবা আইলো বেলা পাখিরে
আমার প্রানের প্রান পাখি
আমার হিরামন পাখি । ২
মিছা মায়ায় বন্দি হইয়া
কর কত খেলা
পশ্চিমে তাকাইয়া দেখো।
ডুইবা আইলো বেলা পাখিরে
সবই মিছে আর ফাঁকি। ২
আমার প্রানের প্রান পাখি
আমার হিরামন পাখি । ২
আমার প্রানের প্রান পাখি
আমার হিরামন পাখি । ২
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।