দুজাহানে আমরা সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর
নূরানী সে আভা ।২
ওলামা তলাবা
ওলামা তলাবা
আমরা ইলমে নববীর
নূরানী সে আভা ।২
আমরা ইলমের
উত্তরসূরি আম্বিয়া রাসূলের
সেনানী সিফাহি
আমরাই যেন শতাব্দীও যুগের ।২
আমরাই জ্বালি
হেরার যূতি পৃথিবীর সব খানে ।
আমরাই আনি আঁধার
কেটে জীবনের আলো গেড়ে ।
যুগে যুগে যত
ভ্রান্তি অসার ফিতনার আগমন ।
বোকের রক্ত
করি বারে বার অবসান নিরশন ।
দুজাহানে আমরা
সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর
নূরানী সে আভা ।২
ওলামা তলাবা
ওলামা তলাবা
আমরা ইলমে নববীর
নূরানী সে আভা ।২
রক্ত চক্ষু
নগ্ন থাবায় পাইনি কখনো ভয়
সধা সীনা টান
করি উচু শীর ছিনিয়ে আনি জয় ।২
দেশ ভাষা আর
সময়ের যত হয়েছে আন্দোলন ।
সর্বাগ্রে বিপ্লবী
হাত করেছি উত্তলন ।
যোজন যোজন জান
করে দান হটিয়েছি শয়তান ।
যাদের জুলুম
নির্যাতনে দেশে ছিল সয়লাব ।
দুজাহানে আমরা
সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর
নূরানী সে আভা ।২
ওলামা তলাবা
ওলামা তলাবা
আমরা ইলমে নববীর
নূরানী সে আভা ।২
কেউ যদি চায়
মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম
তবুও আমরা পিছ
পা হইনা দিতে হক পয়গাম ।২
আমরা শিক্ষা
শান্তির প্রতি করে যাই আহ্ববান ।
দেখো তাহজিব
আর তামাদ্ধোমে আমাদের অবদান ।
ইন্নামায়া ইয়াখশাল্লাহা
মিন ইবাদিহিল ওলামা ।
আলেম না রাহে
তো দুনিয়া আওর না রাহে আসমা ।
দুজাহানে আমরা
সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর
নূরানী সে আভা ।২
ওলামা তলাবা
ওলামা তলাবা ।
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।