بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 30 December 2020

এসেছে কামলিওয়ালা লিরিক । Eseche kamli wala lyrics

গগণে দেখো, যমীনে দেখো,

চৌদিকে খুশিরো মেলা

এসেছে কামলিওয়ালা

হুর পরীরাও, পশু পাখিরাও, তুলেছে সুর সাল্লে আলা। ২

এসেছে কামলিওয়ালা

থাকবেনা আর আঁধার ভুবন, আলোর প্রদীপ এসেছে

গোমড়া হয়ে থাকবে না মন, পথের দিশারী এসেছে

অন্যায় অত্যাচার, অসৎ ব্যবহার, ভাঙতে জুলুমের তালা । ২

তাশরীফ এনে করেন প্রথম মিনতি, রাব্বী হাবলী উম্মতী

আমি ইকবাল, তাঁহার উম্মত হয়ে ধন্য হলাম অতি

খোদার নূর হতে, পেলাম জগতে, এমন রহমতওয়ালা । ২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।