ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল ।৩
খোদার প্রিয়
হাবীব তুমি ।২
তুমি পেয়ারা
রাসূল, তুমি মাদিনার ফুল
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল
ওগো কামলি ওয়ালা
তুমি মাদিনার ফুল ।
তোমার নূরে
নিক্ষীল জাহান সৃজিয়াছেন প্রভু মহান ।৩
আশেক হৃদয় হয়
যে সধা ।২
তোমার প্রেমে
ব্যকুল ।
তুমি মদিনার
ফুল
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল
ওগো কামলি ওয়ালা
তুমি মাদিনার ফুল
হুর মালা এই
চাঁদ সিতারা
তোমার প্রেমে
মাতোয়ারা ।৩
তুমি নবী ধ্যানের
ছবি ।২
তুমি নূরেরী
রাসূল, তুমি মাদিনার ফুল
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল
ওগো কামলি ওয়ালা
তুমি মাদিনার ফুল ।
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল
খোদার প্রিয়
হাবীব তুমি ।২
তুমি পেয়ারা
রাসূল, তুমি মাদিনার ফুল
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল
ওগো কামলি ওয়ালা
তুমি মাদিনার ফুল
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল ।
খোদার প্রিয়
হাবীব তুমি ।২
তুমি পেয়ারা রাসূল, তুমি মাদিনার ফুল
এই ধরার মাঝে
নেইকো তোমার সমতুল
ওগো কামলি ওয়ালা
তুমি মাদিনার ফুল
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।