ক্ষমা করে দাও ।২
ক্ষমা করো
রব আমাকে ।
জমা করা পাপ
করে দাও সাফ ।
অনুতাপে ডাকি
তোমাকে আল্লাহ ।
ক্ষমা করে দাও
আমাকে ।
ক্ষমা করে দাও
।২
ক্ষমা করো
রব আমাকে ।
জমা করা পাপ
করে দাও সাফ ।
অনুতাপে ডাকি
তোমাকে আল্লাহ ।
ক্ষমা করে দাও
আমাকে ।
বলেছো তুমি
পড়তে কোরআন ।
সমাধান আছে
তাতে সব ।
তবুও আমি বিপথেই
যাই ।
কলুষিত হয় অনুভব
।
কতটা বেহুস
এ হৃদয় আমার ।২
সঙ্গী করেছে
গুনাকে ।
জমা করা পাপ
করে দাও সাফ ।
অনুতাপে ডাকি
তোমাকে আল্লাহ ।
ক্ষমা করে দাও
আমাকে ।
তুমিত মালিক
এই ধরনীর
চাইলেই ক্ষমা
করে দাও ।
বান্দা তোমার
ভালবাসে কি ।
পরীক্ষা করে
ফের চাও ।
মূর্খ আমি বুঝিনা
কিছু ।২
বারবার পরি
বিপাকে ।
জমা করা পাপ
করে দাও সাফ ।
অনুতাপে ডাকি
তোমাকে আল্লাহ ।
ক্ষমা করে দাও
আমাকে ।
ক্ষমা করে দাও
।২
ক্ষমা করো
রব আমাকে ।
জমা করা পাপ
করে দাও সাফ ।
অনুতাপে ডাকি
তোমাকে আল্লাহ ।
ক্ষমা করে দাও
। ৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।