بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 23 November 2020

ক্ষমা করে দাও লিরিক | khoma kore dao lyrics

ক্ষমা করে দাও ।২

ক্ষমা করো রব আমাকে ।

জমা করা পাপ করে দাও সাফ ।

অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ ।

ক্ষমা করে দাও আমাকে ।

ক্ষমা করে দাও ।২

ক্ষমা করো রব আমাকে ।

জমা করা পাপ করে দাও সাফ ।

অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ ।

ক্ষমা করে দাও আমাকে ।

 

বলেছো তুমি পড়তে কোরআন ।

সমাধান আছে তাতে সব ।

তবুও আমি বিপথেই যাই ।

কলুষিত হয় অনুভব ।

 

কতটা বেহুস এ হৃদয় আমার ।২

সঙ্গী করেছে গুনাকে ।

জমা করা পাপ করে দাও সাফ ।

অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ ।

ক্ষমা করে দাও আমাকে ।

 

তুমিত মালিক এই ধরনীর

চাইলেই ক্ষমা করে দাও ।

বান্দা তোমার ভালবাসে কি ।

পরীক্ষা করে ফের চাও ।

মূর্খ আমি বুঝিনা কিছু ।২

বারবার পরি বিপাকে ।

জমা করা পাপ করে দাও সাফ ।

অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ ।

ক্ষমা করে দাও আমাকে ।

 

ক্ষমা করে দাও ।২

ক্ষমা করো রব আমাকে ।

জমা করা পাপ করে দাও সাফ ।

অনুতাপে ডাকি তোমাকে আল্লাহ ।

ক্ষমা করে দাও । ৩

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।