بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 21 November 2020

ইসলাম এ দেশের রক্তেও আত্মায় আছে মিশে লিরিক | Islam a desher rokte attay ache mishe lyric

ইসলাম এ দেশের রক্তেও আত্মায় আছে মিশে

ইসলাম মিশে আছে নৌকা, লাঙ্গল কি বা ধানের শীষে ।২

ইসলাম এদেশের কোটি কোটি মানুষের অন্তরে ।

নিভে যাবেনা ইসলাম, বাতিল শক্তির ফুৎকারে ।

জনতার নিশ্বাসে আছে ইসলাম,

প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ইসলাম ।২

 

রক্ত সাগর ঢেলে তবেই এসেছে ইসলাম

কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম ।২

মন্তের মত ছিল স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম ।

হানাদার রোখতে যোদ্ধের প্রেরনায় ছিল ইসলাম ।

অধিকার আধায়ে অকাতরে সাহসীরা দিল প্রাণ ।

সালাম ও বরকত, রফিক ও জাব্বার আরো কত মুসলমান ।

 

তাদের মুখে ও বুককে কেবলি ছিল ইসলাম ।

কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম ।

না না কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম ।

 

ধর্মীয় সম্প্রিতী এ দেশের বড় এক অর্জন

ধাঙ্গাবাজ ওরা সময় সুযোগে করে ধ্বংসন ।২

মুসলিম উধারতা সুন্দর চলছে এ দেশটা ।

সম্প্রিতী  নষ্টে করছে ওরা অপচেষ্টা । 

 

দেশদ্রহী প্রানীদের সবচেয়ে বড় বাধা ইসলাম ।

দেশদ্রহী প্রানীদের মাথা ব্যাথা বুঝি ইসলাম ।

কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম ।

না না কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম ।

না না কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম ।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।