بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 23 November 2020

হৃদয়ের পাতায় তোমারি ছবি লিরিক | Hridoyer patay tomari chobi lyrics

হৃদয়ের পাতায় তোমারি ছবি,

তুমি ছাড়া বৃথা যে সবি।২

 তুমি ছাড়া শুন্য শুন্য লাগে পৃথিবী 

 তুমি কামলে অলা,তুমি কাউছার অলা

তোমারি প্রেমে গেথেছি ফুলেরও মালা।২

 

মনের খাতায় তোমারি নাম লিখিছি হাজার বার

সপ্নে ওগো প্রিয় দেখা দাও একবার ।৩ 

ওগো প্রিয় মোরা তোমারি উম্মত

শেষ বিচারেও চাই তোমার সাফায়াত। 

তুমি কামলে অলা,তুমি কাউছার অলা

তোমারি প্রেমে গেথেছি ফুলেরও মালা

 

দু-জাহান এর বাদশা তুমি গাই তোমারি গান

তোমার প্রেমে সৃজন হলো জমিন আসমান।

ওগো প্রিয় মোরা তোমারি উম্মত

শেষ বিচারেও চাই তোমার সাফায়াত।

তুমি কামলে অলা,তুমি কাউছার অলা

তোমারি প্রেমে গেথেছি ফুলেরও মালা।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।