بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 22 November 2020

শুধু কাগজে লিখিনি নাম তোমার লিরিক | Shudhu kagoje likhini nam tomar lyrics

শুধু কাগজে লিখিনি নাম তোমার

না না কাগজে লিখিনি তোমার

যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে

আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ

আমরন তা রয়ে যাবে ।২

আমরন তা রয়ে যাবে

 

হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালবাসা ।

বিবর্ন সময়ো মোমিনের, তুমি হলে প্রেমময় ভাষা ।২

দূরদ ও সালামের ফালগু ধারা ।২

চিরদিন ভবে রয়ে যাবে ।

হৃদয়ে লিখিছি প্রিয় মোহাম্মাদ

আমরন তা রয়ে যাবে ।

 

আমার এই ভাবনার জগৎতে ফুল হয়ে সধা তুমি ফোঁট

পাপে ভরা আধার এই হৃদয়ে আলোকিত ভোর হয়ে উঠো ।২

ভ্রমরেরা গুন গুন গুন জরনে ।২

নাতে রাসূল গেয়ে যাবে ।

হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ ।

আমরন তা রয়ে যাবে ।২

 

শুধু কাগজে লিখিনি নাম তোমার

না না কাগজে লিখিনি তোমার

যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে

আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ  

আমরন তা রয়ে যাবে ।

আমরন তা রয়ে যাবে ।২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।