শুধু কাগজে লিখিনি নাম তোমার
না না কাগজে
লিখিনি তোমার
যা খয়ে খয়ে
শেষ হয়ে যাবে
আমি হৃদয়ে লিখেছি
প্রিয় মোহাম্মাদ
আমরন তা রয়ে
যাবে ।২
আমরন তা রয়ে
যাবে
হৃদয় আছে যত
মানুষের তোমাকেই দেয় ভালবাসা ।
বিবর্ন সময়ো
মোমিনের, তুমি হলে প্রেমময় ভাষা ।২
দূরদ ও সালামের
ফালগু ধারা ।২
চিরদিন ভবে
রয়ে যাবে ।
হৃদয়ে লিখিছি
প্রিয় মোহাম্মাদ
আমরন তা রয়ে
যাবে ।
আমার এই ভাবনার
জগৎতে ফুল হয়ে সধা তুমি ফোঁট
পাপে ভরা আধার
এই হৃদয়ে আলোকিত ভোর হয়ে উঠো ।২
ভ্রমরেরা গুন
গুন গুন জরনে ।২
নাতে রাসূল
গেয়ে যাবে ।
হৃদয়ে লিখেছি
প্রিয় মোহাম্মাদ ।
আমরন তা রয়ে
যাবে ।২
শুধু কাগজে
লিখিনি নাম তোমার
না না কাগজে
লিখিনি তোমার
যা খয়ে খয়ে
শেষ হয়ে যাবে
আমি হৃদয়ে লিখেছি
প্রিয় মোহাম্মাদ
আমরন তা রয়ে
যাবে ।
আমরন তা রয়ে
যাবে ।২
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।