بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 2 September 2020

প্রভু তুমি অনুপম শিল্পি কবি লিরিক | provu tumi onupom shilpi kobi lyrics

 প্রভু তুমি অনুপম শিল্পী কবি,

এ্ঁকেছো ধড়ার বোকে স্বপনিল ছবি । ২

তোমার পাঠানো আসমানি উপহাড়,

অপরূপ কাব্য ছন্দের সমাহাড় । ২

জীবন জাপনে যা কিছু প্রয়োজন ।

তার মাঝে রেখেছো সবি ।

 

প্রভু তুমি অনুপম শিল্পী কবি,

এ্ঁকেছো ধড়ার বোঁকে স্বপনিল ছবি । ২

তোমার সাজানো অপরূপ ধরনী ।

পাহাড় সাগড় ঝর্না তটিনি ।

নয়ন জুড়ানো যা কিছু সৃজন ।

নিপুন ভাবে গরেছো সবি ।

ভূবন ভড়ানো তোমার মহিমা ।

গুনগান যার শেষতো হবে না ।

জগত মাঝে নেই কিছু অপরূপ ।

উধার হাতে ঢেলেছো সবি ।

 

প্রভু তুমি অনুপম শিল্পি কবি

এঁকেছো ধড়ার বোঁকে স্বপনিল ছবি । ৩

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।