ত্যাগের সিঁড়ি বেয়ে কর্মের মিছিলেই গড়ে উঠে সুন্দর সমাজ জীবন,
তুমি আমি সবে
মিলে নিশ্চিত সুন্দর চাই যদি নিশ্চিত আসবেই
পরিবর্তন । ২
সৃষ্টির সেবাতেই
স্রষ্টার খুশিরয় এসো সেই পথের অনুগামী হই ।
মানবিক প্রেমবোধ
সৃষ্টির কল্যানে আমরা দু’হাত তোলে সব খানে রই ।
আমরা……সেবার
দামে সব খানে রই । ২
দুঃসাহ যাতনায়
কারো আর দিন যাক চাইনা কেউ দুঃখে কাঁদুক ।
এখনো মানুষ
আছে মানুষের জন্য ।২
আমাদের কর্ম
তা বলোক ।
সৃষ্টি প্রতি
স্নেহ মমতায় ।২
গড়ে উঠোক আমাদের
জীবন ।
সৃষ্টির সেবাতেই
স্রষ্টার খুশিরয় এসো সেই পথের অনুগামী হই ।
মানবিক প্রেমবোধ
সৃষ্টির কল্যানে আমরা দু’হাত তোলে সব খানে রই ।
আমরা……সেবার
দামে সব খানে রই । ২
দূর দীনে মানুষের
পাশে রই বারে বার ।
চাইতো পৃথিবী
হাসোক ।২
দূর দীনে মানুষের
পাশে রই বারে বার ।
চাইতো পৃথিবী
হাসোক ।
নিজেকে বিলীন
করে অপরের জন্য ।২
সে জন দামি
লোকে জানোক ।
সৃষ্টির প্রতি
মমতায় গড়ে উঠোক আমাদের ভূবন ।
সৃষ্টির সেবাতেই
স্রষ্টার খুশিরয় এসো সেই পথের অনুগামী হই ।
মানবিক প্রেমবোধ
সৃষ্টির কল্যানে আমরা দু’হাত তোলে সব খানে রই ।
আমরা…সেবার
দামে সব খানে রই । ২
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।