সে কোন বন্ধু বল
বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে
দেওয়া যায়
কার কাছে সব কথা
বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড়
বিশ্বস্ত।
যে জন কখনো ব্যাথা
দিতে জানেনা
যে জন কেবলই মুছে
দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে
আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড়
বিশ্বস্ত।
মহানবী বলে তারে কেউ
বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা
প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর
যে জন করুণার অনুপম
উপমা
যার মত মরমী/দরদী
কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে
আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড়
বিশ্বস্ত।
মতিউর রহমান মল্লিক
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।