যারা
আল্লাহর পথে চলে,আল্লাহর
কথা বলে
আল্লাহকে ভালবেসে সঁপেছে জীবন।
তাদের কিসের ভয় কে করে
পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।
হাসনাহেনার গানে ভুলেনা হৃদয়
তার
কালেমার মেশক মাখা হৃদয়
রয়েছে যার
সব পিছুটান ভুলে জিহাদের পথে
চলে
সেতো তার ঈমান বলে।
লালসার কাছে কভু হয়না
সে পরাজয়,
জীবন বিলিয়ে সেতো জান্নাত করে
ক্রয়
মৃত্যুর মুখোমুখি দাড়িয়েও যারা সুখী
এসো আজ তাদের দলে
যারা আল্লাহর পথে চলে,আল্লাহর
কথা বলে
আল্লাহকে ভাভালবেসে সঁপেছে জীবন।
তাদের কিসের ভয় কে করে
পরাজয়
শহিদী তামান্নাতে নাচে তার মন।
!->
Friday, 10 April 2020
যারা আল্লাহর পথে চলে লিরিক | Jara allar pothe chole lyrics
Subscribe to:
Post Comments (Atom)
valo lage gan ti
ReplyDelete