যখন
ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন রবে কিছুই রবে
শুধু তুমি
আমি যে তোমার তুমি
আমারই যে তাই
শুধুই তোমাকে চাই ।
দিনের শুরুতে আমি তোমাকে চাই
রাতের শেষেও আমি তোমাকে চাই
ঘুম ঘুম চোখে আমি
তোমাকে চাই
শুধু তোমাকে চাই ।
পরম আনন্দে আমি তোমাকে চাই
গভীর শোকেও আমি তোমাকে চাই
হপ্তাশা বেথায় আমি তোমাকে চাই
শুধুই তোমাকি চাই ।
মরনের মুখে আমি তোমাকে
চাই
একাকি কবরে আমি তোমাকে
চাই
কঠিন বিচার দিনে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই ।
হিসাবের খাতা হাতে তোমাকে
চাই
পুলসিরাতের কাছে তোমাকে চাই
ফেরদাউসের পাশে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই ।
কথাঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ মশিউর রহমান
শিল্পিঃ এস এম শামীমুল হক
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।