بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি লিরিক | Jokhon chilona kichui chile shudu tumi lyrics

যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন ছিলনা কিছুই ছিলে শুধু তুমি
যখন রবে কিছুই রবে শুধু তুমি
আমি যে তোমার তুমি আমারই যে তাই
শুধুই তোমাকে চাই ।

দিনের শুরুতে আমি তোমাকে চাই
রাতের শেষেও আমি তোমাকে চাই
ঘুম ঘুম চোখে আমি তোমাকে চাই
শুধু তোমাকে চাই ।

পরম আনন্দে আমি তোমাকে চাই
গভীর শোকেও আমি তোমাকে চাই
হপ্তাশা বেথায় আমি তোমাকে চাই
শুধুই তোমাকি চাই ।

মরনের মুখে আমি তোমাকে চাই
একাকি কবরে আমি তোমাকে চাই
কঠিন বিচার দিনে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই ।

হিসাবের খাতা হাতে তোমাকে চাই
পুলসিরাতের কাছে তোমাকে চাই
ফেরদাউসের পাশে তোমাকে চাই
শুধুই তোমাকে চাই ।



কথাঃ খাদিজা আক্তার রেজায়ী


সুরঃ মশিউর রহমান

শিল্পিঃ এস এম শামীমুল হক

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।