بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

আমার মন শুধুই কাঁদে লিরিক | Amar mon shudu kade lyrics

আমার মন শুধুই কাঁদে হায়
উদাসী হই যারও লাগি
বুকে সেই নাম বাজে হায় ।

বাঁশির বীণায় শুধু হাহাকার
শুনছি আমি দিকে দিকে
কোন সুরের তানে মলিন হিয়া
গুনছে প্রহর তোমার ডাকে ।

সুখের আশায় জীবন আমার
ভুলেছে ওগো তোমার দিশা
অনেক ভুলের মাঝে আমি অসহায়
তাইতো খুজি মনের তৃষা ।


কথা সুরঃ মোহাম্মদ পারভেজ


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।