আল্লাহর জমিনে
জুলুম করিলে
করোনা ভাইরাস
আসবেই
মুমিন কখনো
ভয় পাবেনা
ঈমান যতদিন
থাকবেই । ২
ভয় পাবে তাহারা
ইমান নেই যাদের
নাস্তিক আর বাতিলের
যারা ভাঙ্গবে
এই আল্লাহর ঘর
গজবতো তাদের
আসবেই
মুসলিম চেয়ে
চেয়ে দেখবেই
নাস্তিকদের
এই পরিহাস ।
চলে এলো আলাহর
গজব
করোনা ভাইরাস
।২
মাস্ক পড়ে হাটলেই
লাভ হবে না
বাচাতে পারবেনা
মাস্কে
এখনো সময় আছে
ইমান আনো
না হয় আরো গজব
আসবেই ।২
মুক্তির জন্য
কাদোঁ
না হয় আরো হবে
পরিহাস
চলে এলো আলাহর
গজব
করোনা ভাইরাস
।২
আল্লাহর ঘর
বন্ধ করেও
পারবেনা ইবাদত
ঠেকাতে
আবাবিল আসছে
তাওয়াফ করিতে
এরপর তোমাদের
পেটাবে ।২
মুসলিম কখনো
থেমে থাকেনা
হয়োনা কখনো
নৈরাশ
চলে এলো আলাহর
গজব
করোনা ভাইরাস
।৩
এইচ এম শাহপরান
সাইফি
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।