بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

এসো মুক্তির পথে লিরিক | Eso muktir pothe lyrics

এসো মুক্তির পথে হে নবীন
ধরাতে আনতে সুদিন,
এই আহ্বান তোমাদের কাছে
কোরানের রঙ্গে রাঙ্গাও জীবন।

চার দিকে দেখ বইছে দূষিত বাতাস
এসো দলে দলে আনতে সুখের আভাস।
রবের দেয়া জীবন বিধান,
বুকে নিয়ে হও আগুয়ান। (আবার)

কাটাতে অমানিসা এসো তাই হাতে রাখি হাত,
সব কালো দূর করে আনবো নতুন প্রভাত।

সব নিপীড়ন আর যুলুমের করে অবসান
ফিরায়ে আনব সোনালী শাশন রাশেদার।
আকাশে বাতাসে ভেসে আসবে
অবারিত শান্তির বীণ।


কথা  সুরঃ ফখরুল ইসলাম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।