بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 16 November 2019

আধার রাতের চাঁদ যে তুমি লিরিক | Adhar rater chad j tumi lyrics.


আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো ।
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভাল ।২
ওগো মা... ওগো মা... ওগো মা....

জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন ।
আদর করে ডাক যখন ওরে খোকা শোন ।২
বলো যদি ছাড়বো সবি তোমায় ছাড়বো না
আর কারো কোলেতে মাগো এ প্রান জোরায় না ।
ওগো মা... ওগো মা... ওগো মা....

তোমার মত এত আদর কেউতো করে না
সবার থেকেও প্রিয়ো তুমি, তুমি আমার মা ।২
চলে যদি যাও কখনো, রেখে যেও না,
মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না ।
ওগো মা.... ওগো মা..... ওগো মা...

আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো,
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভাল ।২
ওগো মা... ওগো মা... ওগো মা...

3 comments:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।