بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

একটি বছর পরে আবার লিরিক | Ekti bochor pore abar lyrics

একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমযান
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ।২

আল্লাহ তায়ালার তরে রোযা
পালন করো ওহে গুনাহগার
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার
রমযানের এই রোযা পালন
আল্লাহ তায়ালার ফরমান।২

রমযানের এই মাসে প্রভু
সত্য পথে গড়বো জীবন
বিপদ আপদ থাকবেনা যে
ঠিকমতো হয় যদি রোযা পালন
রমযান সেতো ঢাল স্বরূপ
হৃদয় ভরে গাও তার গান।২


কথাঃ আব্দুল্লাহ আল কাফী
সুরঃ মশিউর রহমান


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।