আল্লাহকে
সত্যি ভালোবাসে যে
আল্লাহর দ্বীনকেও
সে আলোর ক্ষীণকেও
মনের গভির থেকে ভালোবাসে
সে ।২
ভালোবাসে রাসুলের পবিত্র সুন্নাহ
সুন্নাই মেনে নেয় তার
খাঁটি উম্মাহ
হোক না তা বিয়ে
শাদী
অনুরোধ সাধা সাধি
মেনে নেয় তার সবই
অনায়াসে ।২
আল্লাহকে সত্যি ভালোবাসে যে
ভালোবাসে কোরআন হাদিসের আহবান
জীবনের ঘানি টানে ঐ
দুটি নির্দেশে
ভালোবাসে রাসুলের অনুপম সংস্কৃতি
হোক না তা যুদ্ধ
শান্তির রাজনীতি
হোক না তা দেশ
সেবা
লেনদেন নেবা দেবা
ত্যাগ কোরবানি করে হেঁসে হেঁসে
।২
কথা ঃ কবি মতিউর রহমান
মল্লিক
সুর ঃ মশিউর রহমান
শিল্পী ঃ শাহাবুদ্দিন
এলবাম ঃ আল্লাহকে সত্যি ভালোবাসে যে
!->
Thursday, 9 April 2020
আল্লাহকে সত্যি ভালোবাসে যে লিরিক | Allah ke sotti valobase je lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।