بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

করোনা ভাইরাস গজল লিরিক | Corona virus gojol lyrics

আল্লাহ্‌র জমিনে জুলুম করিলে 
করোনা ভাইরাস আসবেই,
মুমিন কখনো ভয় পাবেনা 
ঈমান যতদিন থাকবেই। ২

ভয় পাবে তাহারা ঈমান নেই যাদের,
নাস্তিক আর বাতিলের।
যারা ভাঙবে এই আল্লাহর ঘর,
গজবতো তাদের আসবেই।
মুসলিম চেয়ে চেয়ে দেখবেই,
নাস্তিকদের এই পরিহাস।
চলে এলো আল্লাহর গজব করোনা ভাইরাস। ২

মাক্স পড়ে হাটলেই লাভ হবে না 
বাঁচাতে পারবেনা মাক্সে,
এখনো সময় আছে ঈমান আনো,
না হয় আরো গজব আসবেই। ২
মুক্তির জন্য কাঁদো,
না হয় আরো হবে পরিহাস।
চলে এলো আল্লাহর গজব করোনা ভাইরাস। ২

আল্লাহর ঘর বন্ধ করে ও 
পারবেনা ইবাদত ঠেকাতে,
আবাবিল আসছে তাওয়াফ করিতে,
এরপর তোমাদের পেটাবে। ২

মুসলিম কখনো থেমে থাকে না, 
হয়োনা কখনো নৈরাশ।
চলে এলো আল্লাহর গজব করোনা ভাইরাস। ৩

3 comments:

  1. অডিও গান ডাউনলোড করতে চাই কিন্তু পাচ্ছি না প্লিজ বলুন।

    ReplyDelete
    Replies
    1. অডিও গান ডাউনলোড করতে চাই কিন্তু পাচ্ছি না লিংক প্লিজ লিংক দিলে ভাল হতো।

      Delete
    2. BASAR Amin ভাই করোনা ভাইরাস গানের লিংক।
      ধন্যবাদ https://drive.google.com/file/d/15UibvVSf390CtsWSBi1N-rqqltw5SIIG/view?usp=drivesdk

      Delete

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।