بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

রুখতে হবে দাজ্জাল লিরিক | Rukhte hobe dajjal lyrics

ঐ মাহাদির সৈন্যরা গর্জে ওঠো,
শহিদি তামান্না বুকে নিয়ে
সুফিয়ানা মতবাদ রুখতে হলে, 
এখন থেকে থাকো তৈরি হয়ে। ২
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ২
.
যার একহাতে থাকবে জান্নাত,
একহাতে থাকবে জাহান্নাম
মানুষকে বলবে ডেকে ডেকে 
আমিই তো তোমাদের খোদা মহান ২
যার দিলে থাকবে ঈমান,
হবে না তো সে বেঈমান ২
মুমিন বলবে ডেকে, 
ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ২
.
আজ বিশ্বের চারিদিকে,
মুমিন মরছে ধুকে, 
একটু কি দিলে দয়া হয় না
ওরে কাপুরুষ ঘরে বসে, 
ভাবছো হিসাব কশে, 
এখনো তো সময় হলো না। ২
মুমিনরা হয়ে যাবে মাজলুম,
গাজওয়ায়ে হিন্দ ভাঙ্গাবে ঘুম
পদে পদে আসবে মসিবত, 
চারিদিকে পড়বে পাপের ধুম ২
মুর্খরা গড়বে সমাজ, 
উঠে যাবে এলেম ও লাজ ২
আসছে কেয়ামত রুখতে মসিবত, 
হাকছে আজান বেলাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ৩

2 comments:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।