শহিদি তামান্না বুকে নিয়ে
সুফিয়ানা মতবাদ রুখতে হলে,
সুফিয়ানা মতবাদ রুখতে হলে,
এখন থেকে থাকো তৈরি হয়ে। ২
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ২
.
যার একহাতে থাকবে জান্নাত,
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ২
.
যার একহাতে থাকবে জান্নাত,
একহাতে থাকবে জাহান্নাম
মানুষকে বলবে ডেকে ডেকে
মানুষকে বলবে ডেকে ডেকে
আমিই তো তোমাদের খোদা মহান ২
যার দিলে থাকবে ঈমান,
যার দিলে থাকবে ঈমান,
হবে না তো সে বেঈমান ২
মুমিন বলবে ডেকে,
মুমিন বলবে ডেকে,
ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ২
.
আজ বিশ্বের চারিদিকে,
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ২
.
আজ বিশ্বের চারিদিকে,
মুমিন মরছে ধুকে,
একটু কি দিলে দয়া হয় না
ওরে কাপুরুষ ঘরে বসে,
ওরে কাপুরুষ ঘরে বসে,
ভাবছো হিসাব কশে,
এখনো তো সময় হলো না। ২
মুমিনরা হয়ে যাবে মাজলুম,
মুমিনরা হয়ে যাবে মাজলুম,
গাজওয়ায়ে হিন্দ ভাঙ্গাবে ঘুম
পদে পদে আসবে মসিবত,
পদে পদে আসবে মসিবত,
চারিদিকে পড়বে পাপের ধুম ২
মুর্খরা গড়বে সমাজ,
মুর্খরা গড়বে সমাজ,
উঠে যাবে এলেম ও লাজ ২
আসছে কেয়ামত রুখতে মসিবত,
আসছে কেয়ামত রুখতে মসিবত,
হাকছে আজান বেলাল
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ৩
আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ৩
valobasa
ReplyDeleteধন্যবাদ ।
Delete