بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না লিরিক | Ami khudro tai bujite pari na lyrics

আমি ক্ষুদ্র তাই, বুঝিতে পারি না 
ওগো মহা মহীয়ান,
তুমি সব খানে বিরাজমান

পাহাড় সাগরে, নদীর কল্লোলে
ঝরণার নূপুরে, বাতাসের হিল্লোলে
কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে 
শুনি তোমার গুণগান
তুমি সব খানে বিরাজমান

গ্রহ রবি, তারকা পুন্জে
সোনা ফলা মাঠে, ঘন নিকুন্জে
ধূসর মরু তপ্ত বালুকায় 
দেখি সদা তোমার শান
তুমি সবখানে বিরাজমান


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।