আমি
ক্ষুদ্র তাই, বুঝিতে পারি
না
ওগো মহা মহীয়ান,
তুমি সব খানে বিরাজমান
।
পাহাড় সাগরে, নদীর কল্লোলে
ঝরণার নূপুরে, বাতাসের হিল্লোলে
কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে
শুনি তোমার গুণগান ।
তুমি সব খানে বিরাজমান
।
গ্রহ রবি, তারকা পুন্জে
সোনা ফলা মাঠে, ঘন
নিকুন্জে
ধূসর মরু তপ্ত বালুকায়
দেখি সদা তোমার শান
।
তুমি সবখানে বিরাজমান ।
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।