আমার
মনের সাধ যা কিছু
দোয়ার মত ফুটছে জানি
চেরাগ যেমন তেমনি যেন
হয় খোদা মোর জিন্দেগানী।
সুন্দর হয় আমার বাঁচায়,
যেন আবার এই জাহান
ফোটা ফুলের শোভায় যেমন
হাসে সোনার গুলিস্তান।
পতঙ্গ হয় যেমন খোদা
তেমনি কর আজ আমারে
ভালোবাসি যেন আমি
মুক্ত জ্ঞানের দীপ শিখারে।
জীবন আমার করে যেন
দুস্থ জনে সমর্থন
দুঃখী এবং বৃদ্ধ জয়ী
যেন আমার হয় আপন।
আল্লাহ মালিক প্রভু আমার
বাচাও পাপের কলুষ থেকে,
চালাও আমায় সেই পথে
লিখন যার শুধু যার
পূণ্য লিখে।
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।