بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

যেমন তুমি দিলে জমিন লিরিক | Jemon tumi dile jomin lyrics

যেমন তুমি দিলে জমিন,
দিয়েছ আসমান
সুখের সমাজ গড়তে দিলে,
তেমনি কোরআন।
তোমার দয়া অফুরান।

তৃষ্ণা নিবারণে দিলে, স্বচ্ছ স্বাদু পানি
জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি
পথের দিশায় তেমনি দিলে, রাসূলে আকরাম।
তোমার দয়া অফুরান।

তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাক
গাছ গাছালির শাখায় শাখায় পাখপাখালির ডাক।

বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে
আদর সোহাগ দান করেছ, নানা রঙের দুঃখে।
দান করেছ তেমনি তুমি জ্ঞান আরও বিজ্ঞান।
তোমার দয়া অফুরান।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।