بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত লিরিক | Allah tomar kache amar ei minoti lyrics

আল্লাহ তোমার, কাছে আমার এই মোনাজাত
আর না কিছু চাইগো আমি
আর না কিছু চাইগো আমি
চাই গো নাজাত।

কোরানের সাথে থেকে টুকরো কাপড় যদি,
মর্যাদায় আসীন হয়ে, থাকে নিরবধি
তেমনি করে আমায় তুমি, দাও গো হায়াত।

সিদ্দিক হয়ে আবু বকর, ছড়িয়েছিলেন আলো
তেমনি করে আমার মনে, তোমার রহম ঢালো।
উমরের মত আমায় দাও, সাহসী সে হাত।

উসমান যেমন ছুটে যেতেন, গরীবের ঘরে ঘরে
তেমনি করে আমায় ফেরাও দুঃখীদের দ্বারে দ্বারে।
আলীর মত বিদ্যা জ্ঞানে, দাও আব হায়াত।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।