بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

যদি তিতুর বাঁশের ঐ ভাঙ্গা কেল্লা হতে লিরিক | Jodi titur basher oi vanga kella hote lyrics

যদি তিতুর বাঁশের ভাঙ্গা কেল্লা হতে

যদি তিতুর বাঁশের ভাঙ্গা কেল্লা হতে
ভেসে আসে জিহাদের সুর
তবে সর্বশক্তি নিয়ে চলে যাব আমি আজ
হোকনা সে দূর বহূদূর।২

পথে যদি যেয়ে কেটে যায় ডান হাত
বা হাতে করব জিহাদ
আসুক যত ঝড় বাঁধার শত পাহাড়
আসুক শত বিপদ
এগিয়ে যাব আমি বাঁধার পাহাড় দলে
থামবনা আমি কভু আর।২

জীবনের সব স্বাধ করে দিয়ে বিঃস্বাধ
এগিয়ে চলে মুজাহিদ
রনাঙ্গনে যেয়েও তাদের কামনা
কবুল কর শাহাদাত
কোরানের বাণীগুলো পৌঁছাতে দ্বারে দ্বারে
ছুটছে ওরা বারেবার।২


আবুল আলা মাসুম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।