بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 27 March 2020

তুমি রহমান তুমি মেহেরবান লিরিক | Tumi rohoman tumi meherban lyrics


তুমি রহমান তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারই জয়গান
বুঝেও বুঝেনা তব শান। ২

জনম জনম যদি গাহি
তোমারি মহিমা গাওয়া
শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন সাহারা প্রান। ২

অশেষ অসীম অনুপম
হৃদয় সুষমা তুমি
তুমি প্রিয়তম
প্রেমের আকাশে তুমি চির মহীয়ান। ২

তোমারই করুনা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবেনা শুধু বধির হিয়া

কখনো তোমারে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে
নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান। ২


তোফাজ্জল হোসাইন খান

1 comment:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।