بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 27 March 2020

ঐ পাহাড় আর গাছ গাছালী লিরিক | Oi pahar ar gach gachali lyrics


পাহাড় আর গাছ গাছালী নীল ঝর্ণার গান
জানিগো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান।

আকাশ এই যে বাতাস
ইতোমার নামে তাসবিহ আঁকে
নদী যে সাগর
কলতানে তোমায় ডাকে
প্রকৃতির সুরে সুরে তোমারই নাম তোমার গান। ২

আকাশের মিষ্টি গানে
বৃষ্টি নামে তোমার দানে
ধরণী ফুলে ফুলে সুশোভিত
তোমার দানে
সুরুজ আর চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোর বান। ২


আব্দুল হালিম চৌধুরী

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।