بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 30 March 2020

রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান লিরিক | Rohomo borkot magferater ei mahe romjan lyrics


রহমত বরকত মাগফিরাতে এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্ঠার এযে শ্রেষ্ঠ অবদান।

শারদুল হতে দ্বীনের পথে
আল্লহর ইশকের মজনু হতে
সুযোগ সুমহান।

রমজান হলো ঢালের মত
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান। ২

রমজান সেতো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।

যাকাত যেমন সব জিনিসের
রোযা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।


✎ মতিউর রহমান মল্লিক

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।