রহমত
বরকত মাগফিরাতে এই মাহে রমজান
সৃষ্টির তরে স্রষ্ঠার এযে শ্রেষ্ঠ অবদান।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লহর ইশকের মজনু হতে
সুযোগ সুমহান।
রমজান হলো ঢালের মত
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান। ২
রমজান সেতো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।
যাকাত যেমন সব জিনিসের
রোযা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।
সৃষ্টির তরে স্রষ্ঠার এযে শ্রেষ্ঠ অবদান।
শারদুল হতে দ্বীনের পথে
আল্লহর ইশকের মজনু হতে
সুযোগ সুমহান।
রমজান হলো ঢালের মত
রুখবে বিপদ আপদ যত
শক্তি অফুরান। ২
রমজান সেতো খোদার তরে
পুরস্কার অকাতরে
দেবেন রহমান।
যাকাত যেমন সব জিনিসের
রোযা তেমন যাকাত দেহের
রাসুলের ফরমান।
✎ মতিউর রহমান মল্লিক
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।