بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 30 March 2020

দিকে দিকে আজ দেখো খুশীর দোলা লিরিক | Dike dike aj dekho khusir dola lyrics


দিকে দিকে আজ দেখো খুশীর দোলা
আনন্দে নেঁচে উঠে এই প্রাণ
রহমত নাজাতের বাণী নিয়ে
এলোরে এলো রমজান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদ্বান ।।

রোযা রাখো ওহে মূমিন
সিজদায় হওরে নত
রোযার মাসে প্রভুর রহম
ঝরে হেতা অবিরত
জান্নাতেরই দোয়ার খুলে
ডাকছে তোমায় রহমান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।


অসীম অপার নিয়ামতের
জন্যে কাঁদো গো সবে
আল-কোরানের রঙে রাঙাও জীবন
পরপারে মুক্তি পাবে
মাগফেরাতের এইতো সময়
শুন রোযার আহবান
আহলান সাহলান মারহাবান ইয়া রামাদান ।।


✎ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।