بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 20 March 2020

হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় লিরিক | Hayre sader duniyay manus china boro day lyrics


হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়
মানুষ দেখতে চলোরে এবার জাদুঘরে যাই সবাই।
চেহারাটা দেখতে ভালো পোষাকটাও চমৎকার
অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার।
এই মানুষের ভিরে আজি আসল মানষ নাইরে নাই
মানুষ দেখতে চলোরে এবার জাদু ঘরে যাই সবাই।
হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়
মানুষ দেখতে চলোরে এবার জাদুঘরে যাই সবাই।

রাস্তা-ঘাটে যায়না চলা এই মানুষের ভিড়ে
ভিরের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে ।
ওকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই
মানুষ দেখতে চলোরে এবার জাদুঘরে যাই সবাই।
হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়
মানুষ দেখতে চলোরে এবার জাদুঘরে যাই সবাই।

পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ
আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল (এখানে সমকালিন শৈর শাসকের নাম হবে )
এত রক্ত খেয়েও তার রক্ত নেশা মিটে নাই ।
মানুষ দেখতে চলোরে এবার জাদুঘরে যাই সবাই।
হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়
মানুষ দেখতে চলোরে এবার জাদুঘরে যাই সবাই।

1 comment:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।