بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 30 March 2020

এলো এলোরে মাহে রমযান লিরিক | Elo elore mahe romjan lyrics


এলো এলোরে মাহে রমযান,
বছর ঘুরে রহমাতে ভরে দিতে সবার প্রাণ।

রোযার দিনে রোযা রেখে
হব সবাই রোযাদার,
খুশী হয়ে আল্লাহ তায়ালা
খুলবে রাইয়্যানের দ্বার।
সেই খুশিতে আমরা সবাই গাইছি এই রমযানেরই গান।

রোজার মাসে কোরআন পড়ে
হব প্রিয় আল্লাহ তায়ালার,
হাদীস পড়ে জীবন গড়ার
এমন সুযোগ তো নেই আর।
এই সুযোগে এক জামাতে শামিল হবার তুলেছি শ্লোগান।


✎ সুমন আজিজ

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।