এলো
এলোরে মাহে রমযান,
বছর ঘুরে রহমাতে ভরে দিতে সবার প্রাণ।
রোযার দিনে রোযা রেখে
হব সবাই রোযাদার,
খুশী হয়ে আল্লাহ তায়ালা
খুলবে রাইয়্যানের দ্বার।
সেই খুশিতে আমরা সবাই গাইছি এই রমযানেরই গান।
রোজার মাসে কোরআন পড়ে
হব প্রিয় আল্লাহ তায়ালার,
হাদীস পড়ে জীবন গড়ার
এমন সুযোগ তো নেই আর।
এই সুযোগে এক জামাতে শামিল হবার তুলেছি শ্লোগান।
বছর ঘুরে রহমাতে ভরে দিতে সবার প্রাণ।
রোযার দিনে রোযা রেখে
হব সবাই রোযাদার,
খুশী হয়ে আল্লাহ তায়ালা
খুলবে রাইয়্যানের দ্বার।
সেই খুশিতে আমরা সবাই গাইছি এই রমযানেরই গান।
রোজার মাসে কোরআন পড়ে
হব প্রিয় আল্লাহ তায়ালার,
হাদীস পড়ে জীবন গড়ার
এমন সুযোগ তো নেই আর।
এই সুযোগে এক জামাতে শামিল হবার তুলেছি শ্লোগান।
✎ সুমন
আজিজ
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।