بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 19 February 2020

নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া লিরিক । Noyon meliya dekhini chahiya lyrics


নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায় 
সকাল ফুরাল বেলা গড়াল  ।২
কেমন করে যে দিন চলে যায় ।
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়

এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল
এ কথা আমি  ভাবিনি কখনো ।২
মরণ আমার কবে এসে যায় 
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরন আমার এত কাছে হায়

গরোস্থানে কত মুরদারকে, মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে
এভাবে তোমকে ঢেকে দেবে এক দিন
সে দিনকে স্বরন কর সদায়
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়

সকালে বাগানে যে ফুল ফোটে সাজের বেলায় তা ঝরেও বটে
এভাবে তোমারও ডুবে যাবে বেলা
সেদিন আসে কবে কারো জানা নাই 
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়

সকাল ফুরাল বেলা গড়াল সকাল ফুড়াল বেলা গড়াল
কেমন করে যে দিন চলে যায় 
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে হায়

5 comments:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।