بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 14 February 2020

মরতেই হবে যখন লিরিক | Mortei hobe jokhon lyrics


মরতেই হবে যখন
শহিদী মরণ দিও আমাকে
শাহাদাত জানি শুধুই জীবন
সে জীবন দিও আমাকে
মরতেই হবে যখন
শহিদী মরণ দিও আমাকে ।২

রোগে শোকে মরণ
দিওনা আমায়
বিপদ মুসিবতে
নিওনা আমায়
এমন মৃত্যু দিও
চোখ বুজলেও যেনো
দেখি তোমাকে
মরতেই হবে যখন
শহিদী মরণ দিও আমাকে ।২


মরণেও সুখ আমি
পাবো জানি শাহাদাতে
হিসেব নিকেশ হতে
ত্রাণ আছে জানি শাহাদাতে
তাই মিনতি তোমার কাছে
হাজার শাহাদাত দিও আমাকে ।

মরতেই হবে যখন
শহিদী মরণ দিও আমাকে
শাহাদাত জানি শুধুই জীবন
সে জীবন দিও আমাকে
মরতেই হবে যখন
শহিদী মরণ দিও আমাকে ।২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।