মোল্লা
মোল্লা মোল্লা মোল্লা
মোল্লাতন্ত্র চলবে
এই বাংলাদেশে মোল্লারাতো
হ্বকের
কথা বলবে। ৩
যতই
করো গলাবাজি করো ষড়যন্ত্র
এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র
।২
মোল্লা চেনোনা তুমি আলেম চেনোনা
মাসজিদ চেনোনা মাদ্রাসা চেনোনা ।২
মোল্লা
চেনে তোমার বাবায় জিঙ্গেস করো তাকে গিয়ে
মোল্লা
ছাড়া কেমনে হলো তোমার বাবা
মায়ের বিয়ে ।২
মোল্লা
চেনে তোমার বাবায় তাহার
গিয়ে বলো
তোমার
দাদার জানাজাটা মোল্লা
ছাড়া কে পড়ালো ।
২
কোমল
সুরে জিঙ্গেস করো তুমি
তোমার মাকে
তোমার
জন্মে তোমার কানে আযান দিলো
সে কে ।২
মোল্লা
চেনোনা তুমি আলেম চেনোনা
মাসজিদ
চেনোনা মাদ্রাসা চেনোনা ।২
মোল্লা চেনে ব্রিটিশরা সব
বালাকোটের
রণাঙ্গনে
সা্ঈদ
শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার
বীজ বুনে ।২
মোল্লারা
সব এক কাতারে ঐক্য গড়ো বিভেদ
ভোলো
নাস্তিকতার
বিষবৃক্ষ সবাই মিলে উপড়ে
ফেলো ।২
শাহজালাল
আর শহীদ তিতুর ক্ষুনরাঙ্গা
জমিন
মোল্লা
ছিলো মোল্লা আছে থাকবে চিরদিন
।
মোল্লা
চেনোনা তুমি আলেম চেনোনা
মাসজিদ
চেনোনা মাদ্রাসা চেনোনা ।২
মোল্লা
মোল্লা মোল্লা মোল্লা
মোল্লাতন্ত্র চলবে
এই বাংলাদেশে মোল্লারাতো
হ্বকের
কথা বলবে। ৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।