بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday 23 October 2019

সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা লিরিক | se je amar kamli oyala kamli oyala lyrics.


হেরা হতে হেলে দুলে নূরানী তনু কে আসে হায়,
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় 
সে যে আমার কমলিওয়ালা  কমলিওয়ালা।২
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল রে রে যায় 
সে যে আমার কমলিওয়ালা  কমলিওয়ালা।২
আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় 
সে যে আমার কমলিওয়ালা  কমলিওয়ালা।২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।