بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 23 October 2019

যখন রাত্রি নিঝুম লিরিক | Jkhon ratri nijhum lyrics.


যখন রাত্রি নিঝুম
 নেই চোখে নেই ঘুম
 একলা শূণ্য ঘরে
 তোমায় মনে পড়ে মাগো
 তোমায় মনে পড়ে

ভরবে জীবন গানে গানে
 এইতো আশা আমার প্রাণেমাগো
 সেই আশাতে ঘর ছেড়ে আজ
 এলাম পথের পরে
 তোমায় মনে পড়ে মাগো
 তোমায় মনে পড়ে

জানি তোমার আশীষ পেলে
 উঠব সকল বাঁধা কেটে
 তোমার আশীষ সকল কাজে
 পড়ছে মাথায় ঝরে
 তোমায় মনে পড়ে মাগো
 তোমায় মনে পড়ে

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।