بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 9 September 2019

প্রথমে আল্লাহ আল্লাহ লিরিক। Prothome Allah Allah lyrics

প্রথমে আল্লাহ্ আল্লাহ্,
শেষেও আল্লাহ্ আল্লাহ্,
আকাশে আল্লাহ্ আল্লাহ্,
জমিনে আল্লাহ্ আল্লাহ্ ২
নিখিল জাহান গায় গুনোগান
প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা
হামদে বারি তায়ালা....৪
আল্লাহ....আল্লাহ.....৪
দিবসে আলোয় ভাসাও
রাতে প্রেম মায়ায় ডুবাও
হসি,গান,কান্না....সবতো তোমারি........
ফুলেরি পাপরি ছুঁয়ে
পরে মন সেজদায় নুয়ে
যত ধেন সবতো... তোমারি........২

নিখিল জাহান গায় গুনোগান
প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা....
হামদে বারি তায়ালা ২
আল্লাহ্ আল্লাহ্..৬

তুমি ধন সম্মান বারাও
ফকিরকে আমির বানাও
খমতা সবতো... তোমারি....
রিজিকে দুহাত ভরাও
দুঃখিকে তুমি হাসাও
করুনা সবতো তোমারি......২
নিখিল জাহান গায় গুনোগান
 প্রাণ খুলে গাই আমরাও বারি তায়ালা
হামদে বারি তায়ালা ২
আল্লাহ.....আল্লাহ....৮