হাসবি রব্বি জাল্লাল্লহ, মা ফি ক্বলবি গইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ (ছাঃ)
.
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন ২
তবু আমি তোমার হবো তোমার অধিন ২
তুমি ছাড়া হারাবে আকাশটা রঙ্গিন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
.
সকাল সন্ধ্যা অসুখে আমার, ক্বলবে নামে যাতনা হাজার ২
যিকির শিফা হয়ে মন থেকে, ফেলে দে সব কামনার পাহাড়
লা ইলাহা ইল্লাল্লহ, লা মাহবুবা ইল্লাল্লহ, লা মওজুদা ইল্লাল্লহ,লা মাখসুদা ইল্লাল্লহ, লা নাখফু ইল্লাল্লহ
হাসবি রব্বি জাল্লাল্লহ, মা ফি ক্বলবি গইরুল্লাহ ২
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ (ছাঃ)
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
.
যিকির শান্তি, কাটাই এ ভ্রান্তি, যিকির ক্ষমা নেই যে উপমা ২
যিকির কে মন করো আপন, তাসকিয়াতে জীবনযাপন
লা ইলাহা ইল্লাল্লহ, লা মাহবুবা ইল্লাল্লহ, লা মওজুদা ইল্লাল্লহ,লা মাখসুদা ইল্লাল্লহ, লা নাখফু ইল্লাল্লহ
হাসবি রব্বি জাল্লাল্লহ, মা ফি ক্বলবি গইরুল্লাহ ২
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ।
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন ২
তবু আমি তোমার হবো তোমার অধিন ২
তুমি ছাড়া হারাবে আকাশটা রঙ্গিন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
.
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন ২
তবু আমি তোমার হবো তোমার অধিন ২
তুমি ছাড়া হারাবে আকাশটা রঙ্গিন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
.
সকাল সন্ধ্যা অসুখে আমার, ক্বলবে নামে যাতনা হাজার ২
যিকির শিফা হয়ে মন থেকে, ফেলে দে সব কামনার পাহাড়
লা ইলাহা ইল্লাল্লহ, লা মাহবুবা ইল্লাল্লহ, লা মওজুদা ইল্লাল্লহ,লা মাখসুদা ইল্লাল্লহ, লা নাখফু ইল্লাল্লহ
হাসবি রব্বি জাল্লাল্লহ, মা ফি ক্বলবি গইরুল্লাহ ২
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ (ছাঃ)
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
.
যিকির শান্তি, কাটাই এ ভ্রান্তি, যিকির ক্ষমা নেই যে উপমা ২
যিকির কে মন করো আপন, তাসকিয়াতে জীবনযাপন
লা ইলাহা ইল্লাল্লহ, লা মাহবুবা ইল্লাল্লহ, লা মওজুদা ইল্লাল্লহ,লা মাখসুদা ইল্লাল্লহ, লা নাখফু ইল্লাল্লহ
হাসবি রব্বি জাল্লাল্লহ, মা ফি ক্বলবি গইরুল্লাহ ২
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসুলুল্লাহ।
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২
যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন ২
তবু আমি তোমার হবো তোমার অধিন ২
তুমি ছাড়া হারাবে আকাশটা রঙ্গিন
তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহিন ২