পৃথিবী না জানুক আমি তো জানি ২
আমি কি পাপ করেছি হায়
আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায় ।
দয়াময় তুমি মাফ করো আমায়
মাফ করো আমায়
জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ
কতবার যে করেছি তওবা
কতবার অনুতাপ
দুদিনেই আবার সব ভুলে আমি
মজে গেছি দুনিয়ায়।
মাফ করো আমায়
তুমি মাফ করো আমায়
তোমার দয়ার নাই সীমা নাই
তুমি মেহেরবান
তুমি রাহীম তুমি রহমান
তুমি দয়াবান
আমায় তুমি করগো মাফ
এ গুনাহগার এই শুধু চায়।
আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায় ।
দয়াময় তুমি মাফ করো আমায়
মাফ করো আমায়
জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ
কতবার যে করেছি তওবা
কতবার অনুতাপ
দুদিনেই আবার সব ভুলে আমি
মজে গেছি দুনিয়ায়।
মাফ করো আমায়
তুমি মাফ করো আমায়
তোমার দয়ার নাই সীমা নাই
তুমি মেহেরবান
তুমি রাহীম তুমি রহমান
তুমি দয়াবান
আমায় তুমি করগো মাফ
এ গুনাহগার এই শুধু চায়।