بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 26 September 2019

পৃথিবী না জানোক আমিতো জানি লিরিক । prithibi na januk ami to jani lyrics




পৃথিবী না জানুক আমি তো জানি ২

আমি কি পাপ করেছি হায়
আমার পাপের করলে বিচার
বাঁচার আমার নাই উপায় ।
দয়াময় তুমি মাফ করো আমায়
মাফ করো আমায়
জেনে না জেনে কত যে আমি
করেছি পাপ
কতবার যে করেছি তওবা
কতবার অনুতাপ
দুদিনেই আবার সব ভুলে আমি
মজে গেছি দুনিয়ায়।
মাফ করো আমায়
তুমি মাফ করো আমায়
তোমার দয়ার নাই সীমা নাই
তুমি মেহেরবান
তুমি রাহীম তুমি রহমান
তুমি দয়াবান
আমায় তুমি করগো মাফ

এ গুনাহগার এই শুধু চায়।