পাখিরা যায় উড়ে যায় আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায় সাগরের ঐ মোহনায় । ২
পাখপাথালি ঐ সাগর নদী ২
কার গুনগান গায়?
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুনগান গায় ।২
দূর আকাশের অসীম নীলে
শাপলা শালুক ভরা ঝিলে ।২
কার সুসমা কার মহিমা লুকিয়ে আছে হায়!
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুনগান গায় ।২
মাঠ ভরা ঐ সবুজ মায়ায়, বিজন ঘাটে বটের ছায়ায় ।২
কোন কারিগর কোন মনহর হাত বুলিয়ে যায় ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুনগান গায় ।২
ঐ পাহাড়ের নীরবতায় ঝর্ণা ধারার চপলতায় ।২
হে রহমান আল্লাহ মোহান তোমায় দেখা যায় ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুনগান গায় ।২
পাখিরা যায় উড়ে যায় আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায় সাগরের ঐ মোহনায় । ২
পাখপাথালি ঐ সাগর নদী ২
কার গুনগান গায়?
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুনগান গায় ।৩