তুমি জাগিয়ে দাও মোর বোকের ভিতর ঘুমিয়ে থাকা আমায় ।২
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায় ।২
চোখের কোনে অশ্রু আমার তোমার জন্যে চায়
তোমার নামে মোহাব্বতে হৃদয় আমার ভেজা । ২
ডুবিয়ে রাখো তোমার প্রেমে অসীম মমতায় ।২
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায় ।২
তুমি ছাড়া দৃষ্টিতে মোর আর কিছু না থাকুক
তোমার শীতল রহম ধারা ডুবিয়ে আমায় রাখুক ।২
চাইনা কাঁদোক হৃদয় আমার ।২
অন্য কারো দ্বার ।
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায় ।২