بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 23 September 2019

আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া লিরিক । Ami chaina bachte tumi chara lyrics.




আল্লা্‌হ্‌ আল্লাহ্ ১২
তুমি জাগিয়ে দাও মোর বোকের ভিতর ঘুমিয়ে থাকা আমায় ।২
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায় ।২
চোখের কোনে অশ্রু আমার তোমার জন্যে চায়
তোমার নামে মোহাব্বতে হৃদয় আমার ভেজা । ২
ডুবিয়ে রাখো তোমার প্রেমে অসীম মমতায় ।২
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায় ।২


তুমি ছাড়া দৃষ্টিতে মোর আর কিছু না থাকুক
তোমার শীতল রহম ধারা ডুবিয়ে আমায় রাখুক ।২
চাইনা কাঁদোক হৃদয় আমার ।২
অন্য কারো দ্বার ।
আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়ায় ।২