بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 21 September 2019

চেনারাই মশাল নিয়ে দাঁড়িয়ে থাকবে তবে.....

*বিশ্বের সবচেয়ে বড় খেলোয়াড় হলেও ভার্সিটির  টিমে নেয়া হবে না। প্রেকটিস করিনি এই অজুহাতে।

*প্রথম প্রেমপত্র রোমান্টিক ছিলনা বলে, দ্বিতীয় বার 'কাজী নজরুলের' লিখা প্রেমপত্র অনুলিপি করে দিলাম। মন্তব্য- 'প্রেম শুরু হওয়ার আগেই ভেংগে যাবে'। বুঝেছিলাম  আমার 'চলন বাঁকা'।

*তেলবাজি ছেছরামির নামান্তর, স্ট্রেটকাট বলি বলে করকষ শোনায় স্বর৷

*অন্যের সমস্যায় এগিয়ে আসি বলে, ছেছরা নেতা/বড়রা উপদেশ  দেয়,  'তোমার সাথেতো ঝামেলা হয় নাই, তুমি আসছো কেন?'। তোমার মাথায় গেস্ট্রিক আছে?।  চুপ থাকবা।  আমি কী চুপ ছিলাম?

*রাজনীতি  করিনা বলে চেলা পোলাপানও এসে বাড়ি থেকে তোলে নেয়ার হুমকি দেয়। যদিও আমার কোন সুতা ছিড়তে পারে নাই, তবে ওর সার্ট ছিড়ে দিয়েছি।

*যখন কোন উদ্যোগ নেই ভাল কাজ করার, সমাজের কিছু লোক বলে, আরো দুই-তিন দল হইছে। তুমি না করলেও হবে। আগের সবাই টাকা মেরে খাইছে। তখন উদ্যোগের কি হয়.....?

*যখন বিপদে পরে বন্ধুদের ফোন দিয়ে সাহায্য চাওয়া হয়, 'দোস্ত আমি পড়াইতাছি, বন্ধু আমি এলাকায় নাই, দোস্ত একটু আগে হইলেও পারতাম, আগে কইবি না, আগেই কইছিলাম ইত্যাদি।

*পরিচিতদের ভয় পাই, অচেনা লোক অনিষ্ঠ করবে না।
চেনারাই মশাল নিয়ে দাঁড়িয়ে থাকবে, মশাল উল্টো করে।