আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ(২)
লা-ইলাহা ইল্লাল্লাহ্
খালিক মালিক তুমি ইলাহ্ (৩)
জীবন তরী ডুবু
ডুবু, দয়া কর তুমি
কবুল করো বান্দা
তোমার অগো অন্তরজামি ।
আমার গলে পরাও
তোমার প্রেমেরি মালা
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)
তোমারি
নাম জপছে সদা তামাম আদম
ধরার
বোকে ঝরছে সদা তোমারি রহম ।
সারা
জাহানে চলছে তোমার কুদরতি খেলা ।
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)
তুমি
মাবুদ থাকলে রাজী চাইনা ধন-ধৌলত
আমার
চোখে দাও ভাসিয়ে তোমারি কুদরত
আমি
শুধু খোঁজি তোমার দয়ার উসিলা ।
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)
পাপি
তাপি কত বান্দায় করো মাগফেরাত
আমায়
ক্ষমা করো তুমি দাওগো হে দয়া ।
গোলামিতে
রেখো আমায় বেলা অবেলা
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)
আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ(২)