بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 1 May 2021

বাবা মানে হাজার বিকেল লিরিক | Baba mane hajar bikel lyrics

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ


আমি যতই এলোমেলো ভুলের অভিধান
বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি


বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা


ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানি
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

 

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা


✍ লিরিক : তাসনিম সাদিয়া



Download

6 comments:

  1. লিরিক কপি হয় না কেন?

    ReplyDelete
    Replies
    1. কপি করা বন্ধ করা হয়েছে । প্রয়োজনে ‍স্ক্রিনশট নিতে পারেন । ধন্যবাদ ।

      Delete
  2. মাশাআল্লাহ

    ReplyDelete

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।