স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগানে ছিল যারা প্রানপনে আগুয়ান
ধর্মীয় সম্পিতি
সাম্য প্রগতি ওলামায় কেরামের অবদান । ২
এ দেশকে বুকে
নিয়ে চলে যারা এগিয়ে বিশ্বে বাড়াতে তার সম্মান ।
পীর মাসায়েক
অলি আউলিয়া যারা ধর্ম তাদের চীর অমলান।
স্বাধীনতা সংগ্রামে
মুক্তির স্লোগানে ছিল যারা প্রানপনে আগুয়ান
ধর্মীয় সম্পিতি
সাম্য প্রগতি ওলামায় কেরামের অবদান ।
ওলামায় কেরামের
অবদান ।
এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান ।
জালিমের বিরোদ্ধে
লড়ো সব মাজলুম হাফিজ্জি হুজুরের আহ্ববান ।
ইনশাআল্লাহ
বলে শুরু হলো যোদ্ধ নয় মাসে হলো তার অবসান ।
বিসমিল্লাহ
বলে শুরু হলো রাষ্ট এ সাথে গেয়ে সব জয়গান ।
আজকে যারা করো
বিদেশের দালালি শোনে রাখো ভাল করে খোলে কান ।
এ দেশটা নয়
কারো করোনার প্রতিদান বীর জাতি বাঙ্গালির অবদান ।
স্বাধীনতা সংগ্রামে
মুক্তির স্লোগানে ছিল যারা প্রানপনে আগুয়ান
ধর্মীয় সম্পিতি
সাম্য প্রগতি ওলামায় কেরামের অবদান । ২
ওলামায় কেরামের
অবদান ।
দেশের টাকা
করে বিদেশে পাচার যারা বন্ধু দেশের নয়, দুশমন
ধর্মীয় সম্পিতি
ভেঙ্গে দিতে চায় যারা বলি সব হয়ে যাও সাবধান । ২
মাদ্রাসা মসজিদ
এ জাতির ইতিহাস কেয়ামত তত রবে চলমান ।
ওয়াজ মাহফিল
গুলো ছিল আছে থাকবে, না হয় গোমড়া হবে জনগন ।
ইসলাম এ মাটির
সবখানে মিশে তাই শান্তির সু বাতাস বহমান ।
আমরাই এ দেশের
ইতিহাস গড়েছি সংস্কৃতি করেছি নির্মাণ ।
স্বাধীনতা সংগ্রামে
মুক্তির স্লোগানে ছিল যারা প্রানপনে আগুয়ান
ধর্মীয় সম্পিতি
সাম্য প্রগতি ওলামায় কেরামের অবদান । ২
এ দেশকে বুকে
নিয়ে চলে যারা এগিয়ে বিশ্বে বাড়াতে তার সম্মান ।
পীর মাসায়েক
অলি আউলিয়া যারা ধর্ম তাদের চীর অমলান।
স্বাধীনতা সংগ্রামে
মুক্তির স্লোগানে ছিল যারা প্রানপনে আগুয়ান
ধর্মীয় সম্পিতি
সাম্য প্রগতি ওলামায় কেরামের অবদান ।
ওলামায় কেরামের
অবদান । ৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।